শাওয়াল মাসের ছয় দিনের স্বিয়াম একজন মুসলিমের কখন শুরু করা উচিত ?

RAMADAN (29)কখন থেকে আমি শাওয়াল মাসের ছয় দিনের স্বিয়াম পালন শুরু করবো , যেহেতু এখন আমাদের বার্ষিক ছুটি আছে ?

সমস্ত প্রশংসা আল্লাহ তায়ালার জন্য ।

আপনি শাওয়াল মাসের ছয় দিনের স্বিয়াম শুরু করতে পারেন শাওয়াল মাসের দ্বিতীয় দিন থেকেই , কারণ ঈদের দিনে স্বাওম পালন করা হারাম । আপনি ঐ ছয় দিনের স্বিয়াম শাওয়াল মাসের যে কোন সময় পালন করতে পারতে পারেন , যদিও সবচেয়ে ভাল নেক আমাল সেগুলিই যা তাড়াতাড়ি আদায় করা হয় ।

স্ট্যান্ডিং কমিটি একটি প্রশ্ন পেয়েছিলেন :
ঐ ছয় দিনের স্বিয়াম কি রামাদ্বানের পরে তাড়াতাড়ি পালন করা উচিত , ঈদের দিনের পরপরই না এটা শাওয়াল মাসের মধ্যেই ঈদের কিছুদিন পরেও পালন করা জায়েয না জায়েয নয় ?

তারা উত্তর দিয়েছিলেন এভাবে:
ঈদুল ফিতর এর পর পরই অবিলম্বে এই দিনগুলির স্বিয়াম পালন করা ঠিক হবে না । ঈদের এক অথবা তার অধিক দিন পরে স্বিয়াম পালন শুরু করা জায়েয এবং তারা একেবারে অথবা ভেঙ্গে ভেঙ্গে শাওয়াল মাসের ভিতরেই এটা পালন করতে পারে , যেভাবে একজন ব্যক্তির পক্ষে সহজ হয় । এ ব্যাপারে একজন ইবাদাত কারীর জন্য প্রচুর সুযোগ রয়েছে , এবং এটা পালন করা ফরয নয় , সুন্নাত ।

এবং আল্লাহ তায়ালাই সমস্ত ক্ষমতার উৎস । আল্লাহ তায়ালা আমাদের নাবী মুহাম্মাদ (সাঃ) এর উপর , তার পরিবারবর্গ , তার সাহাবীগণ এর উপর রহমত এবং শান্তি বর্ষণ করুন ।

ফাতাওয়া আল-লাজনাহ আদ-দা’ইমাহ ১০/৩৯১ ।

Islam Q&A থেকে মূল প্রশ্নোত্তরটি দেখার জন্য এখানে ক্লিক করুন

This entry was posted in সিয়াম ও রামাদ্বান সম্পর্কিত and tagged , , . Bookmark the permalink.

2 Responses to শাওয়াল মাসের ছয় দিনের স্বিয়াম একজন মুসলিমের কখন শুরু করা উচিত ?

  1. আবু যায়েদ বলেছেন:

    অনেকে পরিবারে দেখা যায়, সাওয়াল মাসের ছয়টি সিয়াম পালন করার পর পরিবারে ভালো খাবারের আয়োজন করা হয়। এটা ইসলামে কতটুকু বৈধ?

    • আহমাদ মুসা বলেছেন:

      ভাই বিষয়টি সম্পর্কে আমার জানা নেই । পরে উত্তর দেয়ার চেষ্টা করবো ইনশা-আল্লাহ । ধন্যবাদ ।

এখানে আপনার মন্তব্য রেখে যান