যার সম্পদ হারাম তার সাথে ইফতার

IFTAR (2)যার অধিকাংশ অর্থই হারাম তার দেওয়া ইফতার কি আমাদের গ্রহন করা উচিত?

সকল প্রসংশা আল্লাহর

যদি মানুষের অধিকাংশ সম্পদই হারাম হয়,তারপরও তার নিমন্ত্রণ গ্রহন করা অনুমোদিত ।

নাবী (সাঃ) ইহুদীদের সাথে খাবার আমন্ত্রণ গ্রহন করেছেন , এমন কি আল্লাহতায়ালা তাদের সুদ ভক্ষণকারী এবং অবৈধভাবে মানুষের সম্পদ গ্রাসকারী হিসাবে বর্ণনা করেছেন । এই ক্ষেত্রে সালাফদের একজন বলেছেন , ইহা তোমার জন্য লাভ এবং তার পাপ তার বিরুদ্ধে ।

তার হারাম উপার্জনের জন্য তার প্রতি তিরস্কার স্বরুপ তার নিমন্ত্রণ গ্রহন না করাও তোমার জন্য অনুমোদিত । এটাই বাঞ্চনীয় যদি সেটা তার পাপকে বিরত রাখে যা সে করছিল ।

এবং আল্লাহই সবচেয়ে ভালো জানেন ।

Islam Q&A থেকে মূল প্রশ্নোত্তরটি দেখার জন্য এখানে ক্লিক করুন

This entry was posted in সিয়াম ও রামাদ্বান সম্পর্কিত and tagged , , . Bookmark the permalink.

এখানে আপনার মন্তব্য রেখে যান