প্রশ্ন : শাওয়ালের চাঁদ দেখা গেলে ই‘তিকাফকারী সেদিন বাড়ী আসবে না পরের দিন সকালে ঈদ পড়ে আসবে?

উত্তর : আবু সাঈদ খুদরী হ’তে বর্ণিত রাসূলুল্লাহ (ছাঃ) বলেন, যে ব্যক্তি আমার সাথে ই‘তিকাফ করতে চায়, সে যেন রামাযানের শেষ দশকে ই‘তিকাফ করে’ (বুখারী হা/২০২৭)। ইসলামে রাত থেকেই দিন গণনা শুরু হয়। সে হিসাবে ২১ রামাযানের মাগরিবের পূর্বে মসজিদে ই‘তিকাফ স্থলে প্রবেশ করবে এবং ঈদের আগের দিন মাগরিবের পরে বেরিয়ে আসবে (ফিক্বহুস সুন্নাহ; সিলসিলা যঈফাহ হা/১৪৫২)

মাসিক আত-তাহরীক , আগস্ট ২০১২

This entry was posted in সিয়াম-রামাদ্বান-ইতিকাফ and tagged , , . Bookmark the permalink.

এখানে আপনার মন্তব্য রেখে যান